প্রি-মেডিকেল ফ্রি ক্লাস ২০২১

যাদের মূল লক্ষ্য মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার মধ্য দিয়ে তুমুল প্রতিযোগিতার এই যুগে নিজেকে কিছুটা এগিয়ে রাখা, তাদের জন্য ‘প্রি-মেডিকেল ফ্রি ক্লাস ২০২১’ কোর্স। যার মাধ্যমে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অগ্রিম ধারণা লাভ করতে পারবে। জানতে পারবে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে।

Enroll Now
Image

প্রিয় এইচএসসি-২০২১ পরীক্ষার্থী বন্ধুরা,

করোনার বিরূপ পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকা, নানা প্রতিকূলতায় স্বাভাবিক পড়ালেখায় ছন্দ পতন; সবকিছু এড়িয়ে তোমরা ইতিমধ্যে বোর্ড পরীক্ষা সম্পন্ন করেছো। আর এখন তোমাদের দীর্ঘ দিনের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পালা অর্থাৎ প্রতীক্ষিত মেডিকেল ভর্তি পরীক্ষা। তাই তো, স্বপ্ন যাদের মেডিকেল তাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণ ধারণা থাকা এবং তুমুল প্রতিযোগিতার এই যুগে নিজেকে কিছুটা হলেও এগিয়ে রাখার এখনি চূড়ান্ত সময়।

 

এমন ভাবনা থেকেই ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের জন্য উন্মেষ-এর আয়োজন অগ্রিম মেডিকেল প্রস্তুতি সহায়ক ‘প্রি-মেডিকেল ফ্রি ক্লাস ২০২১’ কার্যক্রম। যার মাধ্যমে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অগ্রিম ধারণা লাভ করতে পারবে। জানতে পারবে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মান, সময়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। আর হ্যাঁ, লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র‌্যাকটিস এক্সাম এবং প্রতিটি ক্লাসের pdf ক্লাসনোট সহ অনন্য সব সেবা তো রয়েছেই!

 

তাহলে আর দেরি কেন? ‘প্রি-মেডিকেল ফ্রি ক্লাস ২০২১’ কোর্সে আজই করে ফেলো ফ্রি রেজিস্ট্রেশন!


কোর্স বিবরণী
  • বিষয়ভিত্তিক ফ্রি ক্লাস- ১০টি
  • প্রতিটি ক্লাসের PDF ক্লাসনোট
  • প্রতিটি ক্লাসের ভিডিও রিপ্লে
  • ডেইলি এক্সাম- ১০টি
  • উইকলি এক্সাম- ২টি