2nd Time মেডিকেল প্রস্তুতি ২০২১

তোমরা যারা নতুন উদ্যমে মেডিকেল 2nd Time ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করছো, তাদের এখন সম্পূর্ণ কোর্স করাটা উত্তম। তাই তোমাদের জন্য রয়েছে- “মেডিকেল 2nd Time এক্সাম প্যাক + 1st Time ফুল কোর্স”। আর তোমরা যারা পরীক্ষার মাধ্যমে প্রস্তুতির মান নিশ্চিত করতে চাও তাদের জন্য রয়েছে “মেডিকেল 2nd Time এক্সাম প্যাক + 1st Time এক্সাম প্যাক”।

Enroll Now
Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

প্রিয় মেডিকেল 2nd Time ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

“হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়”। এমন পরাজয়ের দায় অন্যকারো নয়, শুধুই নিজের। তাই দীর্ঘদিনের আঁকড়ে ধরে থাকা স্বপ্ন এত সহজে চলে যেতে দিতে পারো না। আবার কয়েকটা দিনের কঠোর পরিশ্রম পারে তোমার স্বপ্ন আর সত্যির মাঝে সম্ভাবনার সিঁড়ি এঁকে দিতে। মনে রেখো, ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তোমার লক্ষ্য যদি শুধুমাত্র মেডিকেল হয় তাহলে সেই স্বপ্নপুরণের প্রয়াসে আর একবার চেষ্টা করতেই পারো।

 

এজন্যই বর্তমানে তোমাদের প্রস্তুতির ধারাবাহিকতা ধরে রাখা খুবই জরুরি। তাই তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তবে 1st টাইমারদের সাথে ফুল কোর্স করাটাই হবে উত্তম। তাই তোমাদের যাদের মূল লক্ষ্য 2nd Time মেডিকেল এ নিজের জায়গা করে নেওয়া। তাদের স্বপ্ন আর সত্যির মাঝে সম্ভাবনার সিঁড়ি এঁকে দিতে তোমাদের স্বপ্নপূরণের সহযোগী হিসেবে আমরা আয়োজন করেছি “মেডিকেল 2nd Time এক্সাম প্যাক + 1st Time ফুল কোর্স”।

প্রিয় মেডিকেল 2nd Time ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,

তোমরা যারা মেডিকেলে পড়ার ব্যাপারে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, নতুন উদ্যমে মেডিকেলে 2nd Time ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করছো এবং স্বপ্ন দেখছো সাদা এপ্রোনের বর্ণীল জীবনের, তাদের বলছি-শুনো, কোনো কিছুর আশাই এখনো শেষ হয়ে যায়নি। তোমার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে এখন প্রয়োজন শুধু পূর্বের গ্লানি ভুলে গিয়ে ইস্পাতদৃঢ় মনোবল নিয়ে পুনরুদ্যমে শুরু করা। কারণ “হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়”।

 

তাই তোমাদের এখন একটু কৌশলীভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সেজন্য তোমাদের জন্য এই মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে বেশি বেশি পরীক্ষা দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তাই তোমাদের প্রস্তুতি আরও শাণিত করতে আমাদের আয়োজন “মেডিকেল 2nd Time এক্সাম প্যাক + 1st Time এক্সাম প্যাক”। যেখানে মেডিকেল উপযোগী প্রশ্নপত্রে পরীক্ষার মাধ্যমে তোমাদের প্রস্তুতির মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়া তোমরা তোমাদের প্রস্তুতির মান, অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।